Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পিডিবিএফ এর সেবা প্রদান প্রতিশ্রুতি

 

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)

উপ-পরিচালকের কার্যালয়, মাগুরা।

ওয়েবঃ www.pdbf.gov.bd, Email : pdbfmag@gmail.com , Mobile No: 01714-096236

 

পিডিবিএফ এর সেবা প্রদান প্রতিশ্রুতি  (Citizen’s Charter)

১.ভিশন ও মিশন ঃ

     ভিশনঃ পল্লীর দরিদ্র্য ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও নারী পুরুষ সমতার বিকাশ সাধন।

     মিশনঃ দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত গ্রামীন নারী-পুরুষদেরকে সংগঠিত করে নিয়মিত সঞ্চয় সংগ্রহের মাধ্যমে সদস্যদের পুঁজি গঠন, ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক  অবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, আত্ম-কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়ন  ও সক্ষমতা বৃদ্ধি।                                             

 

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবা প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)

সংগঠন/সমিতি

নির্দিষ্ট এলাকার অভিষ্ঠ জনগোষ্ঠীর সমন্বয়ে সমিতি গঠন করা হয়। সমিতির সদস্যগণ নিয়মিত সঞ্চয় জমা করেন এবং পরবর্তীতে ঋণ সুবিধা লাভ করেন।

­ উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (ইউডিবিও) কর্তৃক স্বীকৃতি পত্র।

উপজেলা দারিদ্র্য  বিমোচন কর্মকর্তার কার্যালয়।

বিনামূল্যে

২১ দিন

ইউডিবিও/ মাঠ কর্মকর্তা

সদস্য ভর্তি

এলাকার স্থায়ী, কায়িক পরিশ্রমি, সঞ্চয়ী মনোভাবাপন্ন, যাদের মোট আবাদযোগ্য জমির পরিমান ০.৫০ একরেরর বেশী নয় এমন জনগোষ্ঠীকে সমিতির সদস্য হিসাবে অন্তরক্ত করা হয়।

­ ভর্তির আবেদনপত্র জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের ছবি পাশ বহি

সদস্য ভর্তি ফি বাবদ ২০/- টাকা

চলমান কার্যক্রম

ইউডিবিও/মাঠ কর্মকর্তা

দল গঠন

­ সমিতির সমমনা ৫ জন সদস্য নিয়ে একটি দল গঠিত হয় প্রতি দলে একজন দল সচিব থাকেন।

­ ইউডিবিও কর্তৃক দল গঠনেরস্বীকৃতি প্রদান

বিনামূল্যে

চলমান প্রক্রিয়া

ইউডিবিও/ মাঠ কর্মকর্তা

সঞ্চয়

সমিতির সদস্যগণ পুঁজি গঠনের নিমিত্তে  নিম্নরূপ পাঁচ (০৫) ধরনের সঞ্চয় স্কীম খোলার সুযোগ পান

১. সাধারন সঞ্চয়- সপ্তাহ ভিত্তিক জমা

২. সোনালী সঞ্চয়- মাস ভিত্তিক জমা

৩. মেয়াদী সঞ্চয়- এককালীন জমা

৪. লক্ষ টাকা সঞ্চয়- মাস ভিত্তিক জমা

৫. নিরাপত্তা সঞ্চয়- সপ্তাহ/মাস ভিত্তিক জমা

­ আবেদনপত্র

­ জাতীয় পরিচয়পত্রের কপি

­ পাসপোর্ট সাইজের ছবি

­ পাশ বই

 

 

­ সঞ্চয় ফর্ম বিনামূল্যে

­ পাশ বই ১০/-টাকা

চলমান প্রক্রিয়া

ইউডিবিও/

মাঠ কর্মকর্তা

ক্ষুদ্র ঋণ

পিডিবিএফ সমিতির সদস্যগণ সমিতির নিয়মানুসারে পর্যায়ক্রমে ৫,০০০/- টাকা হতে ১,০০,০০০/- টাকা পর্যন্ত বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে (IGA) জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ গ্রহণ করতে পারেন।

 

­ আবেদনপত্র

­ অঙ্গীকার নামা

­ ডিপি নোট

­ ঋণ বিতরন খতিয়ান

­ আবেদন ফর্ম

   বাবদ ১০/- টাকা রেভিনিউ ষ্ট্যাম্প-১টি

৩-৫ দিন

ইউডিবিও/

মাঠ কর্মকর্তা

ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ

ক্ষুদ্র উদ্যোক্তা/ব্যবসায়ীরা পিডিবিএফ এর সদস্য হিসেবে অন্তর্ভুক্তির পর পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের নিয়মানুসারে ৫০,০০০/- টাকা হতে ৮,০০,০০০/-  টাকা পর্যমত্ম বিভিন্ন প্রকল্পে ঋণ গ্রহণ করতে পারেন। এ ঋণের কিস্তি মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হয়।

 

­ আবেদনপত্র

­ আবেদনকারী ও জামিনদারের

জাতীয় পরিচয়পত্রের কপি

­ ট্রেড লাইসেন্সের ফটোকপি

­ জামানতনামা ও হলফনামা

­ ঋণ সংক্রামত্ম কাগজপত্র  

­ আবেদন ফি বাবদ ১০০/- টাকা

­ সেল্প এপ্রাইজাল

    ফি-মোট ঋণের ১% টাকা

৫-৭ দিন

ইউডিবিও/

এডিবিও (সেল্প)

 বীমা

সকল ঋণী সদস্য অথবা তার স্বামী মারা গেলে বীমা সুবিধা পেয়ে থাকেন। ঋণের অবশিষ্ট টাকা মওকুফের সুযোগ পান এবং সৎকারের জন্য সদস্যের পরিবারকে ১০০০/- টাকা প্রদান করা হয়।

­ বীমা সংক্রান্ত ফর্ম পুরণ।

 

 

­ ক্ষুদ্র ঋণ প্রতি হাজারে  ১০ টাকা

সেল্প ঋণ প্রতি হাজারে  ৫ টাকা

৫-১০ দিন

ইউডিবিও/

এডিবিও (সেল্প)/মাঠ কর্মকর্তা

প্রশিক্ষণ

সমিতির সদস্যদেরকে (১) দক্ষতা উন্নয়ন (২) প্যারাটেক মৌলিক/আপগ্রেডিং (৩) নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন (৪) প্রশিক্ষণ ফোরাম/উঠান বৈঠক (৫) মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ দেয়া হয়।

 

 

 

­ প্রশিক্ষণ চিঠি।

­ হাজিরা খাতায় স্বাক্ষর।

 

 

 

 

­ রেজিষ্ট্রেশন ফি বাবদ ১০/- টাকা যাতায়ত ও আপায়ন ব্যয় প্রতিষ্ঠান বহন করে

২-৩ দিন

ডিডি, ইউডিবিও ও মাঠ কর্মকর্তা জাতি গঠন মূলক সংস্থার কর্মকর্তা

সোলার কার্যক্রম

সুবিধাভোগী জনগোষ্ঠীর মাঝে পিডিবিএফ (১) বসত বাড়ি/ব্যবসা প্রতিষ্ঠান/ক্ষুদ্র শিল্পে (২) ধর্মীয় প্রতিষ্ঠানে (৩) গুচ্ছ গ্রামে (৪) সেচ প্রকল্পে (৫) স্ট্রিট লাইটে সোলার স্থাপন করে থাকে।

­ চুক্তিপত্র।

১২, ২৪, ৩৬ টি সহজ কিস্তিতে পরিশোধযোগ্য।

চলমান সরকারী ছুটি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত

ইউডিবিও/সোলার কর্মকর্তা

১০

বিভিন্ন দিবস/মাস উদ্যাপন

পিডিবিএফ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালন করে থাকে। যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,  বিজয় দিবস,স্বাধীনতা দিবস, জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবস, আন্তর্জাতিক নারী দিবস ইত্যাদি।

­ প্রয়োজনীয় চিঠি।

সংশ্লিষ্ট উপজেলা/জেলা

বিনামূল্যে

নির্দিষ্ট দিন।

প্রধান কার্যালয় /ডিডি/উপজেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ

১১

পণ্য বিপনন (পল্লী রং)

পিডিবিএফ পল্লী রং এর মাধ্যমে সদস্যগণের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর প্রচার, প্রসার ও বাজারজাত করন করে থাকে।

প্রচার পত্র

 সমবায় অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা/ ডিডি কার্যালয়

পন্যের ধরণ ও গুনগত মানের

 ভিত্তিতে।

চলমান

অতিরিক্ত পরিচালক, মানব সম্পদ উন্নয়ন/ ডিডি,  কার্যালয়

১২

নাগরিক সেবা সম্পর্কিত তথ্য ওয়েবসাইটে উন্মুক্তকরণ

পিডিবিএফের ওয়েবসাইটের (www.pdbf.gov.bd) মাধ্যমে নাগরিক সেবা সম্পর্কিত সকল ধরনের তথ্য ও কার্যক্রম প্রকাশ।

-

-

-

সার্বক্ষনিক

যুগ্ম পরিচালক, তথ্য প্রযুক্তি/ ডিডি/উপজেলা কার্যালয়

১৩

উন্নয়ন মেলা/তথ্য প্রযুক্তি মেলা

জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত উন্নয়ন মেলা ও তথ্য প্রযুক্তি মেলায় পিডিবিএফ এর সেবা মূলক কার্যক্রম সম্পর্কে ধারনা দেয়া হয়।

-

-

বিনামূল্যে

৩-৫দিন

প্রধান কার্যালয়/ ডিডি/উপজেলা কার্যালয় কর্মকর্তা বৃন্দ

 

 

 

 

   উপ-পরিচালক

পিডিবিএফ, মাগুরা।